আন্তর্জাতিক

বৃটেনে স্থায়ী নাগরিকত্ব: ৩৫ হাজার পাউন্ড আয় বাধ্যতামূলক

লণ্ডন: বৃটেনে স্থায়ী নাগরিকত্ব লাভের অন্যতম পূর্বশর্ত হিসেবে অভিবাসী ব্যক্তিকে বছরে ৩৫ হাজার পাউন্ড আয়ের যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রথমবারের মতো এ ধরনের পরিবর্তন আনছে দেশটি।

২০১৬ সাল থেকে নতুন এ অভিবাসন আইনটি কার্যকর হবে। আর দেশটির এ ধরনের পদক্ষেপে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ যে প্রভাবিত হবে, তা বলার অপেক্ষা রাখে না। এতদিন পর্যন্ত বৃটেনে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি ছিল স্বয়ংক্রিয়। সে হিসেবে কোন বিদেশী নাগরিক ৫ বছর বৃটেনে অভিবাসন রীতি অনুযায়ী বসবাস করলে ও কোন অপরাধকর্মের সঙ্গে জড়িত না থাকলে, তিনি সেখানে স্থায়ী নাগরিকত্ব পেয়ে যেতেন। আর বাৎসরিক আয় সেখানে কোন মুখ্য ভূমিকা পালন করতো না। এদিকে বৃটেনের নতুন অভিবাসন আইন কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়ন ছাড়া অন্য দেশের অভিবাসীদের স্থায়ী নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বছরে ৬০ হাজার থেকে ২০ হাজারে নেমে আসবে। এ নিয়ম অনুযায়ী, যারা সুনির্দিষ্ট অঙ্কের অর্থ উপার্জনে ব্যর্থ হবেন, তারা স্থায়ী নাগরিকত্ব লাভের ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হবেন। এজন্য ৬ বছর পর বৃটেন ছাড়তে হবে তাদের। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

About EUROBDNEWS.COM

Popular Online Newspaper

Discussion

Comments are closed.