প্রবাস বাংলা

স্বাধীনতার ঘোষক জিয়া পরিবারের বিরুদ্ধে মহান সংসদে অসভোনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে- বহির্বিশ্ব বিএনপি

এম.মোরশেদ.অস্ট্রেলিয়ার বিশেষ সংবাদদাতা:

গত ২৬শেফেব্র“য়ারি রোজ রবিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে জড়িয়ে সরকারি দলের এমপিদের অসভোনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং এর জবাব সময় সাপেক্ষে দেওয়া হবে বলে জানিয়েছেন বহির্বিশ্ব বিএনপিনেতৃবৃন্দ।যৌথ বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বহির্বিশ্ব ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ সম্রাট,সাধারন সম্পাদকওস্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মো:মোসলেহউদ্দিন আরিফ,সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনি (ফিনল্যান্ড),সহ সভাপতি মো:লকিয়তউল্লাহ(ইটালী),আহসানুল হক ভুলু(ফ্রান্স), মিয়া মো:মনিরুল ইসলাম(যুক্তরাজ্য),দেওয়ান শফিকুল ইসলাম (জার্মান) ,গাজী মনির আহম্মদ(ডেনমার্ক),খোরশেদ আলম মজুমদার(স্পেন),আহমেদ উল্যাহ মুকিত (সৌদি আরব),ড.আবদুল আজিজ (যুক্তরাজ্য),আলী সানোয়ার ছিদ্দিক (বেলজিয়াম),মো.সালাউদ্দিন (গালফ সমন্বয়ক),এম.মিজানুর রহমান (সুইজারল্যান্ড),হাজী মো:শরাফত আলী (আরব আমিরাত) ড.শহিদুজ্জামান কোরেশী ,হযরত আলী,ফজলুর রহমান বকুল (অস্ট্রিয়া) ,মেজবাউুল ইসলাম বাবু(ইটালী),সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম শাহ(মালেয়শিয়া),মোস্তফা কামাল পাশা বাবুল (যুক্তরাষ্ট্র),ব্যারিস্ট্রার এম এ সালাম (যুক্তরাজ্য),আশরাফুল আলম (ইতালি),মোঃ আনোয়ারুল ইসলাম(যুক্তরাষ্ট্র),আকতার হোসেন বাদল(যুক্তরাষ্ট্র),ইব্রাহীম খলিল মাসুদ(অস্ট্রেলিয়া),এমদাদ হোসেন কচি(সুইডেন),মো.জাকির হোসেন (আরব আমিরাত),সাইদুর রহমান লিটন(বেলজিয়াম),সাংগঠনিক সম্পাদক বাকের আজাদ(যুক্তরাষ্ট্র),এম.মাসুদ রেজা (জার্মান),শাহ মো:তাইফুর রহমানছোটন,আব্দুলকাদের(এশিয়া),ফারুক আহমেদ চান(মিডিলিস্ট),সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (ডেনমার্ক)আহমেদ উল্যাহ কর্নেল,এম এ তাহের (ফ্রান্স)মো: আবু সাঈদ (কাতার),ইমাম হোসেন(নরওয়ে),কোষাধ্যক্ষ: রাব্বির হাসান ,দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম তারেক(অস্ট্রেলিয়া), প্রচার সম্পাদকএম এইচ মামুন (কানাডা),প্রকাশনা সম্পাদকশরিফুল হক সাজু(কাতার),সাহিত্য সম্পাদক আতিকুর রহমান রিপন(কুয়েত)আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান কাকন ,তথ্য ও গবেষণা সম্পাদক জাহাংগীর আলম জুয়েল (ইতালি),আইন সম্পাদক এ্যাডঃ জামাল জনি(যুক্তরাষ্ট্র),যুব বিষয়ক সম্পাদক এম এ বাতিন (যুক্তরাষ্ট্র),সহ যুব বিষয়ক সম্পাদক মোহাম্মাদ মিনহাজ(মালেয়শিয়া), স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল হাসান বাবলু (কুয়েত)ছাত্র বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা (যুক্তরাষ্ট্র),সমাজকল্যাণ সম্পাদক কুদরত উল্যাহ লিটন(অস্ট্রেলিয়া)মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাষ্টার নুরুল আমিন চৌধুরী (কোরিয়া)শিক্ষা বিষয়ক সম্পাদক মমতাজ আলমস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.আবদুল ওহাব,মহিলা বিষয়ক সম্পাদক লাভলী আলম(অস্ট্রেলিয়া)সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মাদ হা›নান (বাহরাইন)এশিয়া বিষয়ক সম্পাদক : মোশাররফহোসেন (মালেয়শিয়া)স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক : আবদুল কাইয়ুম পংখি(স্পেন)অর্থনীতি বিষয়ক সম্পাদক তফাজ্জল হোসন মানিক(আরব আমিরাত),প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম মোঃ সালাউদ্দিন (হল্যান্ড),মানবাধিকার বিষয়ক সম্পাদক সোল‍ায়মান সেরনিয়াবাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক,মোবিন মোহাম্মাদ(ফিনল্যান্ড),যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট কাইউমচৌধুরী,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।

About EUROBDNEWS.COM

Popular Online Newspaper

Discussion

Comments are closed.